চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে পিএইচডি ডিগ্রির সনদ গ্রহণ করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আজাদ।
২০২৫ সালের ১৪ মে, বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়ের বহু প্রতীক্ষিত ৫ম সমাবর্তন। এতে প্রায় ২২ হাজার স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।
ড. হামিদুর রহমান আজাদ-এর পিএইচডি গবেষণার শিরোনাম ছিলো—“বাংলায় ইসলামি রাজনীতির উৎপত্তি ও বিকাশ (১৯০৫–১৯৭০)”। গবেষণাকর্মটি তিনি সম্পন্ন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে।
এই গবেষণাটি প্রথমে ২০২৫ সালের ১২ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৪৭তম একাডেমিক কাউন্সিল সভায় অনুমোদন পায়। পরবর্তীতে ২৬ মার্চ অনুষ্ঠিত ৫৬২তম সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তাঁকে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এক প্রতিক্রিয়ায় ড. আজাদ বলেন,
“বিগত সরকার আমার শিক্ষার অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু ‘জুলাই বিপ্লব’-এর মাধ্যমে আমি সেই অধিকার ফিরে পেয়েছি। আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং এই সংগ্রামে যারা অবদান রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, ড. হামিদুর রহমান আজাদ ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮-২০১৩ মেয়াদে জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতিবিদ, চিন্তাবিদ ও গবেষক—এই তিন পরিচয়ে তাঁর পথচলা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
মন্তব্য করুন