কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক চোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৩ মে) গভীর রাতে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড অলি বাপের পাড়া এলাকার বাদশাহ নামের এক ব্যক্তির বাড়িতে পানির মটর চুরি করতে এসে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে উপরোক্ত চোরের মৃত্যু হয়।
নিহত চোরের নাম আবদুল মন্নান। তিনি চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার জাফর মিস্ত্রির ছেলে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য কপিল উদ্দিন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের তারের জড়িয়ে একজন চোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন