শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০০ টাকায় ১৫ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) ইন্টারনেট এবং বিনামূল্যে রাউটার দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সেখানে বিটিসিএলের নতুন প্যাকেজটি তুলে ধরেন বিশেষ সহকারী।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বিশেষ প্যাকেজ দেবে বিটিসিএল।”
তিনি জানান, জিপন নামে বিটিসিএলের প্যাকেজের আওতায় ক্যাম্পাস–১৫ নামের একটি ইন্টারনেট প্যাকেজ চালু করা হচ্ছে। এতে ১৫ এমবিপিএস গতিতে মাসিক ৫০০ টাকায় ক্যাম্পাসে ইন্টারনেট দেওয়া হবে। সেবাটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।
এদিকে, নতুন প্যাকেজ সম্পর্কে বিটিসিএলের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, নেটওয়ার্ক থাকা সাপেক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিটিসিএল ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে। তাদের সেবা পেতে টেলিসেবা অ্যাপ বা মাইবিটিসিএল সাইটে গিয়ে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করে প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে। সাধারণত তিনদিনের মধ্যেই সংযোগ দেওয়া হয়।
সংযোগ দেওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে, সে ক্ষেত্রে তাদের হটলাইন ১৬৪০২ নম্বরে অথবা অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে হয়। ২৪ ঘণ্টা সেবা পাওয়ার বিষয়টি তাদের জনবল ও সক্ষমতার ওপর নির্ভর করে।
জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বিটিসিএল ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট–সেবা দিয়ে আসছে।
বিটিসিএলের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে তারা নিত ৮০০ টাকা। ২০ এমবিপিএস গতির ইন্টারনেট–সেবার মূল্য ১,০৫০ টাকা।
ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে জানান, ইন্টারনেট ও টেলিফোনের সংযোগ নিলে মাসিক চার্জের সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা যোগ হবে। টেলিফোন কল চার্জের ক্ষেত্রে বিটিসিএলের “অফিশিয়াল চার্জ” প্রযোজ্য হবে। এই সেবা শুধু প্রিপেইড সেবা হিসেবে পাওয়া যাবে এবং অফার সীমিত সময়ের জন্য। এলাকাভিত্তিক সংযোগ ফি প্রযোজ্য।
তিনি আরও জানান, বিটিসিএল তাদের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) শ্রেণিতে কেনা ব্যান্ডউইডথের অতিরিক্ত ৪৫% বেনাপোলে ও ৪০% প্রণোদনা হিসেবে সারাদেশে দেবে।
এছাড়া, আইএসপি শ্রেণিতে অতিরিক্ত ৪০%, সরকারি বা কর্পোরেট শ্রেণিতে ইন্টারনেট গ্রাহকদের অতিরিক্ত ৪০%, শিক্ষা শ্রেণিতে অতিরিক্ত ৪০% ও ডেটা সেন্টার শ্রেণিতে অতিরিক্ত ৫০% ব্যান্ডউইডথ প্রণোদনা হিসেবে দেবে বিটিসিএল।
মন্তব্য করুন