কক্সবাজারের বাঁকখালী নদীর দখল-দূষণ সরেজমিনে পরিদর্শন করলেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় শহরের কস্তুরা ঘাট নতুন ব্রিজ সংলগ্ন নদীর অংশ পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পাশাপাশি নদী বন্দরের জমি পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন শেষে কক্সবাজার-মহেশখালী রুটে সী-ট্রাক উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।
সরেজমিনে দখলের দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন করেন দুই উপদেষ্টা। সাংবাদিকদের ব্রিফিংয়ে নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, নদীর অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে দ্রুত সরে যেতে হবে, নয়তো যাযা করা দরকার সরকার তা করবে।
তিনি আরো বলেন, বাঁকখালী নদীর দখলমুক্ত করে বহু প্রত্যাশিত কক্সবাজারের নদী বন্দরের কাজ দ্রুত শুরু করতে চাই।
মন্তব্য করুন