কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে আবুল কাসেম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মামা গফুর মিয়া, তার দুই পুত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে চকরিয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের মধ্যম উজানটিয়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে মহেশখালী থানা পুলিশের একটি দল পেকুয়া থানা পুলিশের সহায়তায় ওই বাড়িতে অভিযান চালিয়ে গফুর মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গফুর মিয়ার দুই ছেলে শাহেদ ও সাজ্জাদ হোসেন, চাচাতো বোন শবে মেহরাজ এবং মো. আলমগীর।
পুলিশ জানায়, গত বুধবার কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়ায় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে কাসেমকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়েছে, কাসেমের আপন মামা গফুর মিয়া ও তার তিন ছেলে ওই হামলায় সরাসরি অংশ নেয়। নিহতের স্ত্রী ফাতেমা আকতার থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারদের মহেশখালী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন