মহেশখালী উপকূলে সামুদ্রিক মৎস্যসম্পদের সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে চলমান মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে বাঁশের খুঁটি অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।
১৫ এপ্রিল থেকে ১১ জুন ২০২৫ পর্যন্ত ৫৮ দিনব্যাপী সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামান এর নির্দেশনায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাহাদুল ইসলাম এর নেতৃত্বে আজ ২২ এপ্রিল মহেশখালী চ্যানেল ও বাঁকখালী নদীর মোহনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে স্থাপিত প্রায় ১২০০টি বাঁশের খুঁটি ধ্বংস করা হয়, যেগুলো মাছ আহরণে ব্যবহৃত হতো। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ সময়সীমা মেনে চলা এবং অবৈধ উপায়ে মাছ আহরণ প্রতিরোধের মাধ্যমে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন টেকসই করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, মহেশখালী সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান নিষিদ্ধকালীন সময়জুড়ে নিয়মিতভাবে পরিচালিত হবে।
মন্তব্য করুন