কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ মিজান (৩৬) নামে একজন ভুয়া নৌবাহিনী পরিচয়দান কারীকে গ্রেফতার করা হয়ে। সে সাথে তার স্ত্রীকে গ্রেফতার করা হয়।
শনিবার (২০ এপ্রিল) রাত ১টার সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রকিব-উর-রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেনেতৃত্বে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীরা হলেন কিশোরগঞ্জের তারাইল জেলার তাইজাংগা ইউনিয়নের ভাটগাঁও এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ মিজান (৩৬) ও গ্রেফতারকৃত ভুয়া নৌবাহিনী মোহাম্মদ মিজানের স্ত্রী মৌসুমী বেগম(২৭)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) রকিব-উর-রাজা বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ মিজান নৌবাহিনী পরিচয় দিয়ে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ আনোয়ার শপিং কমপ্লেক্সের আওতাধীন স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। পরবর্তীতে ভুয়া নৌবাহিনী মোহাম্মদ মিজানের কথাবার্তা সন্দেহজনক মনে হলে ফটোগ্রাফির মালিক চকরিয়া থানার পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাদেরকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। সে সময় গ্রেফতারকৃত মোহাম্মদ মিজান ও তার স্ত্রী থেকে ওয়ারলেস এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এছাড়া ভুয়া নৌবাহিনী পরিচয় দানকারী মোহাম্মদ মিজানের বিরুদ্ধে ঝিনাইদহ সদর,রাজবাড়ী সদর, মাদারীপুরের শিবচর,কুষ্টিয়ার সদর,পাবনার সদর ও কিশোরগঞ্জের তারাইল থানায় বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ভুয়া নৌবাহিনী পরিচয় দানকারী মোহাম্মদ মিজান ও তার স্ত্রী মৌসুমী বেগমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন