গত সপ্তাহের শেষের দিকে ফ্লোরিডায় চার দিনের একটি সফর সম্পন্ন করেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এখন পর্যন্ত কমপক্ষে ২৩তম গলফিং দিন পার করেছেন তিনি। এই সফরের আগেই তিনি বৈশ্বিক শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিলেন। আরোপের পর চীনের পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শেয়ারবাজারে অস্থিরতা আরও বেড়েছে। চীনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে গল্ফ ক্লাবে যাওয়ার সময় নিজ গাড়িতে বসে নিউ ইয়র্ক পোস্ট পড়ছিলেন তিনি। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের গাড়িতে বসে চীনের বিষয়ে খবর পড়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পে কড়া শুল্ক নীতির কারণে বৈশ্বিক শেয়ার বাজারে ধস নেমেছে। এছাড়াও চীনের পাল্টা শুল্ক আরোপের কারণে অনেক মার্কিন প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়েছে। যার কারণে অনেকটা চাপে রয়েছেন ট্রাম্প।
এছাড়াও যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির সাধারণ জনগণ। ফলে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন ট্রাম্প।
সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়, চীনে শুল্ক আরোপের বিষয়ে লাগাতার দেশটির সাথে যোগাযোগ করছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন।
চলতি বছরে ফেব্রুয়ারি মাসে তিনি সবচেয়ে বেশি (৯ বার) এবং মার্চে ৮ বার মিয়ামির ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে গিয়েছেন। তার প্রথম সফর ছিল ২৬ জানুয়ারি, যখন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ট্রাম্পের গলফ ক্লাব সফর রাজনৈতিক ও বেসরকারী ব্যক্তিত্বদের সাথে সাক্ষাতের সাধারণ স্থান হয়ে উঠেছে। গত চার মাসে, তিনি ফ্লোরিডার তার গলফ ক্লাবে জিওপি সেনেটর লিন্ডসে গ্রাহাম, ফক্স হোস্ট ট্রে গোয়াডি, গল্ফার টাইগার উডস, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ও তার স্ত্রী কেসি ডিস্যান্টিস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং অবসরপ্রাপ্ত গলফার গ্যারি প্লেয়ারের সাথে দেখা করেছেন।
মন্তব্য করুন