কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪জন আসামিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার(৩ এপ্রিল) থেকে শুক্রবার(৪ এপ্রিল) সকাল পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জন আসামিকে আটক করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে ৩জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।
তিনি আরো বলেন, বিভিন্ন মামলার আসামি ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়া চকরিয়ায় সড়ক ডাকাতি, চুরি ও চাঁদাবাজি বন্ধের জন্য পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যাতে মানুষ ঈদের সময় স্বাচ্ছন্দ্যেবোধ করে আনন্দ উপভোগ করতে পারে।
মন্তব্য করুন