প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ। নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে; জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তবর্তী সরকার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী আর্থিক বাজারের অস্থিরতা, রাজনৈতিক অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য আরও অনিশ্চয়তা সৃষ্টি করছে। সুদের হার বৃদ্ধি এবং ঋণ পরিশোধের ব্যয় বেড়ে চলেছে, যা এশিয়ার ঋণ সংকটকে আরও তীব্র করে তুলছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এশিয়াকে অবশ্যই একতাবদ্ধ হয়ে একটি বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এসময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়নের কথাও বলেন তিনি।
মন্তব্য করুন