বুধবার (১৯ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এ পরীক্ষা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিল পরীক্ষাটি হওয়ার কথা ছিল।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে।
রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮মে। ১০মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।
জানা গেছে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
ইউনিয়ন হসপিটালের নতুন এমডি আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী।
৬
আটক ১৭ গরু নিলামে না তুলতে রামু বিজিবিকে আদালতের নির্দেশ
৭
কক্সবাজারের কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট হইতে ১১ টি কচ্ছপ উদ্ধার করেন- কক্সবাজার রেঞ্জ কর্মকর্তারা
৮
৩ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক
৯
টেকনাফে বিশেষ টহল ও চেক পোস্ট অভিযান পরিচালনাকালে মাদক ক্রয়ের ৭,৬৮,০০০ টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫