জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কোহেলিয়ার চমৎকার সাংবাদিক এর পুরস্কার পেলেন ফাতেমা সিরাজ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে লামা চেয়ারম্যান লেক রেস্টুরেন্টে আয়োজিত প্রতিনিধি সভায় “এক্সিলেন্ট জার্নালিস্ট পুরস্কার” সম্মাননা তুলে দেন কোহেলিয়া’র প্রধান সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সম্পাদক সাংবাদিক নেতা সারওয়ার সাঈদ —
২০২১ সাল থেকে কোহেলিয়া’র পেইজে তার করা অসংখ্য প্রতিবেদন মিলিয়ন দর্শক দেখেছে, সেই সাথে একনিষ্ঠ ভাবে কোহেলিয়ার সাথে এই পর্যন্ত কাজ করে যাচ্ছে তার এই পরিশ্রমকে সম্মান জানাতে এই পুরস্কার দেন কোহেলিয়া পরিবার –
এসময় উপস্থিত ছিলেন কোহেলিয়া বার্তা প্রধান সাংবাদিক বোরহান উদ্দিন রাব্বানী, সহ সম্পাদক জাজিরাতুল জান্নাত, বিশেষ প্রতিবেদক সাংবাদিক মিনারসহ কোহেলিয়া সকল কলাকুশলী ও সহকর্মীবৃন্দ।
এছাড়াও ফাতেমা সিরাজকে স্টাফ রিপোর্টার থেকে প্রধান প্রতিবেদক পদে পদন্নোতি করা হয়।
মন্তব্য করুন