বাংলাদেশে একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আজ মঙ্গলবার একটি মতবিনিময় সভার আয়োজন করে।
রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় ১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা দেশের বিনিয়োগ খাতকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তারা রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন জানান, রাজনৈতিক দলগুলোর পরামর্শ দেশের বিনিয়োগ নীতিকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন