কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে নুর মোহাম্মদ (৪২) নামে এক সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
সোমবার (১২ মে) সকাল ১১ টার সময় কক্সবাজার পুলিশের সুপার সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে উপরোক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি নুর মোহাম্মদ কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ইদমনি পশ্চিম পাড়া এলাকার আহমদ কবিরের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্তসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আজকে সাজাপ্রাপ্ত যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন