গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশ পাওয়ার পর এ নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে নেবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামীকাল সোমবার (১২ মে) কমিশনারদের সাথে এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রদান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার (১১ মে) সকালে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গেজেট হয় তাহলে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আসে এই সিদ্ধান্ত। পরে প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তা জানান এবং কাল সোমবার এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
এদিকে, ইসি সচিব আখতার আহমেদ-ও বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করবে কমিশন।
মন্তব্য করুন