বাকশক্তির উৎকর্ষ, চিন্তার স্বাধীনতা ও যুক্তির শাণিত অনুশীলনের অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কসউবি সাংস্কৃতিক ক্লাব প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে “১ম কসউবিসাক আন্তঃ স্কুল বিতর্ক উৎসব ২০২৫”।
শহিদ শাহ আলম বশির মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ মে। জেলার বিভিন্ন খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের নবীন ও প্রতিশ্রুতিশীল বিতার্কিকরা অংশ নেবেন এই উৎসবে। প্রতিটি দল তিনজন মূল বিতার্কিক এবং দুইজন বিকল্প সদস্য নিয়ে গঠিত হবে। বিতর্ক অনুষ্ঠিত হবে সনাতনী পদ্ধতিতে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ মে অনুষ্ঠিত হবে একটি বিশেষ বিতর্ক কর্মশালা। সেখানে অভিজ্ঞ বক্তারা তাদের অভিজ্ঞতা ও কৌশল তুলে ধরবেন আগত বিতার্কিকদের সামনে। ১১ মে দিনব্যাপী চলবে গ্রুপ রাউন্ড, ফাইনাল বিতর্ক এবং সমাপনী আয়োজন।
আয়োজকরা মনে করেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি বিবেকের জাগরণ, মতপ্রকাশের অনুশীলন এবং একটি সচেতন সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।
জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে এই আয়োজনের অংশ হতে। কসউবি সাংস্কৃতিক ক্লাব বিশ্বাস করে, যুক্তির আলোয় আলোকিত হবে আগামীর সমাজ, আগামীর বাংলাদেশ।
মন্তব্য করুন