উপমহাদেশের বর্ষিয়ান আলেমে দ্বীন জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা পরিচালক হাজারো আলেমের উস্তাদ ককসবাজার জেলার মহেশখালী উপজেলার কৃতিসন্তান শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ দুনিয়ার সফর শেষ করেছেন!
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।আজ বিকালে দারুল মায়ারিফ মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
তার ইন্তেকালে শোকবাণী প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ।
বাণীতে হামিদ আযাদ বলেন আল্লামা সুলতান যাওকের ইন্তেকালে আমরা উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও আরবী সাহিত্যের অন্যতম নক্ষত্রকে হারালাম। ইতিমধ্যে তিনি দুনিয়ার হায়াত শেষ করে কবর জগতে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন, তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের সবরে জমিল দান করুন। আমীন।
মন্তব্য করুন