কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চার মাস বয়সী মাতৃহীন একটি হাতি শাবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে শাবকটি মারা যায়।
পার্কের রেঞ্জ কর্মকর্তা মো. মনজুর আলম জানান, আজ(২ মে)বিকেলে ময়নাতদন্ত শেষে মৃত হাতি শাবকটিকে সাফারি পার্কের বেষ্টনীর ভেতরেই মাটিচাপা দেওয়া হয়েছে।
জানা যায়, চলতি বছরের ৪ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং রেঞ্জের হরিণখোলা সংরক্ষিত বনাঞ্চলে একটি গর্ভবতী মা হাতি শাবকটি প্রসব করে। তবে প্রসবকালীন জটিলতায় মা হাতিটির মৃত্যু হয়। নবজাতক হাতি শাবকটিকে পরদিন (৫ জানুয়ারি) স্থানীয়রা জঙ্গলে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। এরপর বনকর্মীরা শাবকটিকে উদ্ধার করে চিকিৎসা ও লালনপালনের জন্য ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে আসেন।
সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসাকেন্দ্রের সার্জন ডা. খাতেম জুলকার নাইন বলেন, হাতি শাবকটিকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল। মায়ের দুধের বিকল্প হিসেবে তাকে নিয়মিত ল্যাকটোজেন-১ পানি মিশিয়ে খাওয়ানো হতো।
তিনি আরও জানান, হাতি শাবকটি মৃত্যুর পর চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিনের সঙ্গে তিনি ময়নাতদন্ত সম্পন্ন করেন। পরীক্ষায় শাবকটির শরীরে ভাইরাল ইনফেকশন পাওয়া গেছে। বয়স অনুযায়ী তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সে অসুস্থতা কাটিয়ে উঠতে পারেনি।
মন্তব্য করুন