মহেশখালীর জনগণ কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নিজেদের ভিটেমাটি, দীর্ঘদিনের পেশা ও জীবিকা বিসর্জন দিলেও, আজও তারা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করলেও মহেশখালীতে সামান্য বাতাস শুরু হলেই বিদ্যুৎ চলে যায়, আর তা পুনঃপ্রতিষ্ঠিত হতে সপ্তাহখানেকও লেগে যায়। লোডশেডিং ও জরুরি সেবার অপ্রতুলতা নিয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে মহেশখালীবাসী।
এই প্রেক্ষাপটে, গতকাল বিদ্যুৎ বিভাগের সচিব জনাবা ফারজানা মমতাজ ম্যাডামের সাথে মহেশখালীর সার্বিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন। আলোচনায় নদী শাসনজনিত কারণে পানির প্রবাহ পরিবর্তন, নদীভাঙন, লবণ শিল্পের ক্ষতি এবং বিদ্যুৎ সংকটের বিষয়সমূহ গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়।
আলোচনা শেষে মহেশখালীর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় অবকাঠামোগত বরাদ্দের দাবিতে চার দফা দাবিনামা জমা দেওয়া হয়। সচিব মহোদয়া তাৎক্ষণিকভাবে মহেশখালীর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা প্রদান করেন।
শাহরিয়ার ইয়ামিন জানান, আমরা আশাবাদী মহেশখালীবাসীর দীর্ঘদিনের বিদ্যুৎ ভোগান্তির অবসান ঘটবে এবং উন্নয়নের সুফল তারা দ্রুত ভোগ করতে পারবে। জনাবা ফারজানা মমতাজ ম্যাডামের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে দাবিসমূহ বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন