কক্সবাজারের চকরিয়া উপজেলায় সবুজ ছায়ায় পাহাড় বেষ্টিত মাতামুহুরী নদী সংলগ্ন অপরূপ সৌন্দর্যে ঘেরা মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ক।
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ৫আগস্টের পরে প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠা নান্দনিক সৌন্দর্য মন্ডিত এ পার্কটি কতিপয় অসাধু ব্যক্তিরা জবরদখলে নেয়।
বিষয়টি চকরিয়া উপজেলা প্রশাসনের নজরে আসলে, সরকারি পর্যটনের সম্পদ ও জেলা প্রশাসনের বেহাত হওয়া জায়গা উদ্ধারের জন্য প্রশাসনিক ভাবে উদ্যোগ গ্রহন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান সরেজমিনে গিয়ে মানিকপুর নিভৃতে নিসর্গ পার্কের জায়গাগুলো জবর দখলমুক্ত করে।
এছাড়া তিনি কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নিভৃত নিসর্গ পার্কটি চালু করতে পার্কের গেইট নির্মাণ থেকে শুরু করে অবকাঠামোগত নানাবিধ উন্নয়ন ও বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনের কাজ পরিদর্শন করেন এবং কাজ দ্রুত সময়ে শেষ করার নির্দেশ দেন।
পর্যটন স্পট মানিকপুর নিভৃতে নিসর্গ পার্ক পুনরায় চালু হওয়াতে ভ্রমণ পিপাসুদের মধ্যে আনন্দ উল্লাসে মেতে উঠে। তাই ভ্রমণপিপাসুরা করার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলার মানিকপুর নিভৃতে নিসর্গ পার্কের জায়গা কিছু অসাধু লোকজন জবর দখল করে রেখেছিল এগুলো দখলমুক্ত করছি। খুব দ্রুত সময়ে পার্কটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে।পার্কে প্রবেশ পথে গেইট নির্মাণ ও বিদ্যুৎ এর ব্যবস্থা করা হচ্ছে।
মন্তব্য করুন