আগামী বৃহস্পতিবার ২৪ এপ্রিল কক্সবাজার সফরে আসছেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিন সকালেই তাঁরা কক্সবাজার পৌঁছে বাঁকখালী নদীর অবৈধ দখল ও দূষণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। এছাড়া, তাঁরা নদী বন্দরের জমিও ঘুরে দেখবেন।
দুপুরে কক্সবাজার-মহেশখালী নৌরুটে একটি নতুন সী-ট্রাক সার্ভিস উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন। এই সী-ট্রাক চালুর মাধ্যমে উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বিকেলে দুই উপদেষ্টা জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। সেখানে কক্সবাজার নদী বন্দরের সীমানা নির্ধারণ, পিলার স্থাপন, ড্রেজিং ও অবৈধ দখল-দূষণ রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন