কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে টমটম চালক মোহাম্মদ ফারুক (৩৫) অপহরণের শিকার হয়েছেন। তাঁকে অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন তার পরিবার।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাতের কোনো এক সময়। ফারুক কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজার এলাকার বাসিন্দা এবং মৃত আবুল খাইরের ছেলে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে টমটম চালককে উদ্ধারে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অংশ নেয় নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। রাতভর অভিযান চালিয়ে অবশেষে শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মাতারবাড়ী পুরাতন সড়কের দ্বারাখাল ব্রিজের পাশ থেকে ফারুককে উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ফারুকের পরিবার ও স্থানীয়রা।
মন্তব্য করুন