হোয়ানক ইউনিয়নের টাইমবাজারের পশ্চিম দিকে এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ছাবের হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ছাবের হোসেন পান বরজ থেকে বাড়ি ফেরার পথে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই ছাবের হোসেনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে হোয়ানক ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, এ ধরনের অপরাধের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন