কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকত এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ইভটিজিং করার অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ।
ঘটনার প্রতিবাদ করায় শিশুটির বড় ভাইকে প্রকাশ্যে মারধর করে অভিযুক্তরা।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে টুরিস্ট পুলিশ চারজনকে আটক করে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের একজন, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের একজন, নোয়াপাড়া ডিগ্রি কলেজের এবং অপরজন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ছাত্র।
ঘটনা প্রসঙ্গে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আপেল মাহমুদ বলেন, “কেউ কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ইভটিজিং করে পার পাবে না। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ সদা তৎপর রয়েছে।”
স্থানীয়রা জানান, ঘটনার সময় আশপাশে থাকা সাধারণ মানুষ হতবাক হয়ে পড়ে। দ্রুত পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
মন্তব্য করুন