কক্সবাজার পৌরসভাধীন সুগন্ধা পয়েন্ট এলাকায় র্যাব-১৫ এর অভিযানে গ্রেফতার হয়েছে একজন চিহ্নিত ছিনতাইকারী। ধৃত মো. ওয়াসিম (২৬) এর বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ চারটির অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি দেশব্যাপী ছিনতাই চক্রের তৎপরতা বেড়ে গেছে। কক্সবাজার ও বান্দরবান এলাকাও এর বাইরে নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাব নিরলসভাবে অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল ২০২৫ ইং বিকেলে র্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছিনতাই ও মাদক মামলায় পলাতক আসামি মো. ওয়াসিমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. ওয়াসিম কক্সবাজার সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম জাফর আহমেদ এবং মায়ের নাম দিলদার বেগম।
র্যাব জানিয়েছে, মো. ওয়াসিম দীর্ঘদিন ধরে ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং তার তৎপরতায় এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তাকে আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন