কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এস আই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত হয়।
বৃহস্পতিবার( ১৭ এপ্রিল) বিকাল ৫টা ৩০মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে নিহত হওয়া ২জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করে।
নিহতরা হলেন কক্সবাজারে চকরিয়া পৌরসভার ১নং এলাকার মৌলভী কামাল হোছাইনের পুত্র মোহাম্মদ নুরু উল্লাহ(২১) ও মনুর আলমের পুত্র(২৮)।
হারবাং হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন,খবর পাওয়ার সাথে সাথে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয় সহযোগিতায় নিহত ২জনের মরদেহ উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতদের পরিবার থেকে কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাতকবাসের চালক ও হেলপার পালাতক রয়েছে। বাস ও সিএনজি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মন্তব্য করুন