যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।
শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী আলবেনি থেকে উড্ডয়ন করে উড়োযানটি। গন্তব্য ছিল কলাম্বিয়া কাউন্টির বিমানবন্দর। তবে আলবেনি থেকে ৮০ কিলোমিটার দূরে একটি মাঠে বিধ্বস্ত হয় বিমানটি।
দুর্ঘটনার সময় ৬ আরোহী ছিল মিতসুবিশি টু-বি মডেলের ছোট বিমানটিতে। এতে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকিরা কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনও। এ বিষয়ে তদন্ত শুরু করেছে জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড।
মন্তব্য করুন