বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড আর লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে আজ শুক্রবার মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্ট শুরুর আগে আলোচনায় এসেছে ভিন্ন কারণে। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশকে পিএসএল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বশকে ড্রাফটের ‘ডায়মন্ড’ ক্যাটাগরি থেকে দলে টেনেছিল পেশেয়ার জালমি। কিন্তু সমস্যা বাধে, টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। পাকিস্তানের লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়ে যোগ দেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসে।
আইপিএল নিলামের শুরুতে অবশ্য অবিক্রিতই ছিলেন বশ। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকার পেসার লিসার্ড উইলিয়ামস চোটে পড়লে ভাগ্য খুলে যায় বশের। এদিকে আইপিএলের সঙ্গে পিএসএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় পাকিস্তানের লিগকে ‘না’ বলে দেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।
এ ঘটনায় বশের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অবিযোগ এনে আইনি নোটিশ পাঠায়। শুধু নোটিশ পাঠিয়েই থেমে থাকেনি পিসিবি, বশকে পিএসএলের পরবর্তী মৌসুমে নিষেধাজ্ঞাও দিয়েছে। পিসিবির ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বশ এমন কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বশ বলেছেন, ‘পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের মানুষ, পেশোয়ার জালমির ভক্ত-সমর্থক এবং গোটা ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার সিদ্ধান্ত যে অনেকের মনে হতাশা তৈরি করেছে, সেটা আমি বুঝতে পেরেছি।’
নিষেধাজ্ঞা মেনে নিয়ে বশ জানিয়েছেন, ফের পিএসএলে খেলার প্রত্যাশা করেন তিনি। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডারের ভাষ্য, ‘পেশোয়ার জালমির নিবেদিত ভক্তদের হতাশ করার জন্য আমি ভীষণভাবে দুঃখ প্রকাশ করছি। এমন কর্মকাণ্ডের দায় নিচ্ছি আমি এবং শাস্তি হিসেবে যে জরিমানা ও এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা মেনে নিচ্ছি। এটা আমার জন্য কঠিন শিক্ষা হলেও আমি এই অভিজ্ঞতা থেকে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে নতুন উদ্যমে ভক্তদের আস্থা ফিরিয়ে আবারও পিএসএলে খেলার প্রত্যাশা রাখছি।
মন্তব্য করুন