ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পড়েছে সৌদি আরবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইয়েমেন অনলাইন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। কিন্তু এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে। তবে সেটি কোথায় পড়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও, দেশটি কোনো সাইরেন বাজানো হয়নি। কারণ— এটি কোনো হুমকি সৃষ্টি করেনি।
এদিকে, সৌদি আরব বা হুতি পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে, হুতি বুধবার (৯ এপ্রিল) জানায়, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে।
মন্তব্য করুন