কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ৪জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(৮ এপ্রিল) থেকে বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটা আভিযানিক দল অভিযান চালিয়ে উপরোক্ত আসামিগুলো আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন-কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার নুরুল আবছারের পুত্র মোহাম্মদ মামুন(৩০), বদরখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া এলাকার মৃত আবু সৈয়দের পুত্র গোলাম শরীফ, কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড চড়া পাড়া এলাকার মোজাহের আহমেদের পুত্র বাহার উদ্দিন (৩৬) ও কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার মোহাম্মদ শরীফের পুত্র মোহাম্মদ খুরশেদ(১৬)।
এরমধ্যে আটককৃত আসামি মোহাম্মদ মামুন হত্যা মামলার আসামি। গত ২৭ মার্চ রাত ১০ টার সময় তার স্ত্রীর ১ম স্বামীর সন্তার পানিতে ডুবিয়ে হত্যা করে চকরিয়া পৌরসভার খোদারকুম পুকুরের সিড়ির নিচে লাশ গুম করে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলা নং -৪৪।
আটককৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন মামলার পরোয়ানা জারিভুক্ত আসামি আটকের জন্য অভিযান অব্যাহত থাকবে। চকরিয়ায় যারা অপরাধ করবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন