ঈদগাঁও তে আবু বক্করের ছবি ব্যবহার করে প্রিয় গ্রাম ভোমরিয়া নামে ফেইক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
ঈদগাও উপজেলায় ভোমরিয়া ঘোনার ৯নং ওয়ার্ডের
আবু বক্করের বসত বাড়ির জায়গা দখলে নিতে হামলা চালায়,এসসময় জায়গার মালিক আবু বক্কর সহ চার জন আহত হয়।আহতদের মধ্যে আবু বক্করের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে ঈদগাঁও থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এজাহার জমা দেন আবু বক্কর।
পরে একই ব্যক্তিরা প্রিয় গ্রাম ভোমরিয়া ঘোনা নামক ফেইক আইডি খুলে আবু বক্করের ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছাড়াচ্ছে। এবং মানহানিকর কথা বার্তা লিখছে বলে অভিযোগ।
এ বিষয়ে আবু বক্কর জানান,আমার বসতবাড়ি দখলে নিতে হামলা চালিয়েও তারা ক্লান্ত হয়নি। আমার ছবি ব্যবহার করে প্রিয় গ্রাম ভোমরিয়া ঘোনা নামক ফেইক আইডি খুলে আমার সম্মান হানি করার চেষ্টা চালাচ্ছে। আমি উক্ত ফেইক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
এই নতুন ফেইক আইডিতে যা লিখছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং প্রশাসনসহ সকালের কাছে অনুরোধ রইল উক্ত ফেইক আইডি ও ভূয়া তথ্য নিয়ে কোনো রকম বিব্রত হবেন না।
প্রতিবাদ কারী
আবু বক্কর
থানা -ঈদগাঁ
গ্রাম -ভোমরিয়া ঘোনা ৯নং ওয়ার্ড
মন্তব্য করুন