চলমান ঈদ উদযাপন উপলক্ষে কক্সবাজার পর্যটন এলাকায় ঈদ মৌসুমকে টার্গেট করে ডাকাতি, হত্যা, চুরি, খুন ও ছিনতাইয়ের পাশাপাশি কতিপয় অস্ত্র কারবারিরাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার পরিলক্ষিত হয়। র্যাবের গোয়েন্দা তথ্য মতে কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী টেকনাফ, রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার সদর এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে।
আজ অদ্য ০৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ বিকালে র্যাব-১৫ সিপিএসসির একটি আভিযানিক গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ১২ নং ওয়ার্ডের কলাতলী মোহাজের পাড়া এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনাকালে ০১ টি দেশীয় এলজি ও ০২ রাউন্ড শিশা কার্তুজ উদ্ধারসহ কামরুল হাসান নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত অস্ত্র কারবারি দীর্ঘদিন যাবত এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত অস্ত্র কারবারিরা হলেন:
কামরুল হাসান (৩২), পিতা-মৃত হাসান আলী @ ফকির, মাতা-নুর নাহার বেগম, সাং-কলাতলী (হাসান আলী মেম্বারের বাড়ী), ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর মডেল, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন