চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের সাথে চট্রগ্রামগামী মিনি বাসের সংঘর্ষের ৫ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া গুরতুর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত বলেন, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল দুর্ঘটনাপ্রাপ্ত বাসের আহত যাত্রীদের উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসাপাতালে পাঠানো জন্য কাজ করে যাচ্ছে।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা বলেন, লোহাগড়া উপজেলার চুনতি এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস সৌদিয়া পরিবহন ও চট্রগ্রামগামী যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত হওয়া ৫জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। অন্যন্য আহত হওয়া যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
তিনি আরো বলেন, দুর্ঘটনাপ্রাপ্ত বাস ২টি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বাস ২টির চালক পালাতক রয়েছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন