আওয়ামী লীগকে আলাদা করে নিষিদ্ধ করার কিছু নেই, জনগণই তাদের নিষিদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের সাথে যাতে কেউ বেইমানি না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
আজ সোমবার (৩১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জুলাই-আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। পরিবারের খোঁজখবর নিয়ে আন্দোলনে নিহত ও হতাহতদের জন্য নিজেই মোনাজাত ধরেন তিনি।
ডা. শফিকুর রহমান তখন গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ইস্যুতে কথা বলেন। ১৬ বছর পর মানুষ স্বস্তির সাথে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন।
এর আগে, ঈদের নামাজ আদায় শেষে জামায়াত আমির বলেন, ঈদের দিনেও অনেক মা-বাবার চোখের পানি ঝরছে। যাদের কারণে এই অবস্থা তাদের কঠোর বিচার হতে হবে।
জুলাই-আগস্টে নিহতদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অঙ্গীকার করেছেন ডা. শফিকুর রহমান।
মন্তব্য করুন