ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকে কক্সবাজার, এবারও এর ব্যতিক্রম নয়। ঈদে এই সমুদ্রনগরীতে ৫ লাখ পর্যটক সমাগমের আশা করছেন ব্যবসায়ীরা। হোটেল-মোটেলগুলোর বুকিংও ইতোমধ্যে প্রায় শেষ।
রোজায় টানা একমাস পর্যটক না থাকায় অলস সময় কাটিয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তবে ঈদে ভালো ব্যবসার আশা করছেন তারা।
এবার টানা ৯ দিন ছুটি থাকলেও ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক সমাগম ঘটবে বলে আশা ব্যবসায়ীদের।
পর্যটকদের আগমন উপলক্ষ্যে পর্যটন স্পটগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকেছে প্রশাসন।
হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রের ব্যবস্থাপক নুরুল আমিন সিকদার বলেন, সবাই মিলে কমিউনিটি বেসিসে নিরাপত্তার ব্যবস্থা করেছি। পর্যটকদের ঠিকমতো নিরাপত্তা দেয়ার আশা করছি।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ডিআইজি (অতিরিক্ত) আপেল মাহমুদ বললেন, আমাদের তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে। গোয়েন্দা টিম থাকবে, গেটে পেট্রোলিং থাকবে, মোটরসাইকেল টিম থাকবে, স্পেশাল মোবাইল টিম থাকবে।
মন্তব্য করুন