ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিজ এলাকা কক্সবাজারের পেকুয়ায় আসছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।
রবিবার (৩০ মার্চ) বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। উপরোক্ত তথ্যাদি নিশ্চিত করছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী। তিনি কক্সবাজার বিমান বন্দর থেকে সরাসরি নিজ এলাকা পেকুয়ার উদ্দেশ্য রওয়ানা দিবেন।
ঈদুল ফিতরের সময় চকরিয়া-পেকুয়া আসনের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দদের কুশল বিনিময় করবেন।
বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ পেকুয়ায় আসাতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বয়ে যাচ্ছে।
মন্তব্য করুন