ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধারকাজে সহায়তা করতে দেশটিতে যাচ্ছে সশস্ত্র বাহিনীর একটি উদ্ধারকারী দল। আজ রোববার (৩০ মার্চ) বিশেষ বিমানে উদ্ধারকারী দলটি দেশটির উদ্দেশ্যে রওনা দেবে।
শনিবার (২৯ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ভিত্তিতে ওষুধ, ত্রাণ সামগ্রী, উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
গত শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ৬ দশমিক ৪ মাত্রার আরও একটি আফটার শক হয়। এতে এখন পর্যন্ত ১৬০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
এছাড়া, ভূমিকম্পে থাইল্যান্ডও কেঁপে ওঠে। এতে দেশটির রাজধানী ব্যাংককের ৩০ তলা নির্মাণাধীন একটি ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে পড়ে। এদিকে, থাইল্যান্ড ছাড়াও দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয়।
মন্তব্য করুন