কক্সবাজারের চকরিয়া উপজেলার কেন্দ্রীয় কমিউনিটি সেন্টার স্টোডিয়ামে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার(২৬ মার্চ) সকাল ১০ টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ গ্রহন করে, চকরিয়া থানা পুলিশ, আনসার ব্যাটেলিয়ান, ফায়ার সার্ভিস, বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল।
উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটেলিয়ান,বিএনসিসি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট দল থেকে সম্মান গ্রহণ করে এবং সম্মান জ্ঞাপন করে। এসময় চকরিয়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে ভোর হওয়ার সাথে সাথে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
মন্তব্য করুন