কক্সবাজারের কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট হইতে ১১ টি কচ্ছপ উদ্ধার করেন- কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা জনাব মো:হাবিবুল হক
২৮ ফেব্রুয়ারী রাত ৮টায় কচ্ছপগুলো কড়ি কাইট্টা প্রজাতির যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী রক্ষিত বন্যপ্রাণী। যা কোনো অবস্থাতেই ধরা, শিকার, হত্যা, বিরক্ত, পরিবহন করা অথবা ব্যবসা করা যাবে না বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
মন্তব্য করুন