নিজের ভাই ও মাদ্রাসার উপাধ্যক্ষ জহির আহমদ জেহাদীর দায়ের করা জালিয়াতি ও প্রতারণা মামলায় অবশেষে গ্রেফতার হয়েছেন কক্সবাজার বাসটার্মিনালস্থ আদর্শ মহিলা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক অভিযানে কক্সবাজার কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান এই তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর তারিখে মাদ্রাসার গর্ভনিং বডির একটি ভুয়া সভা আয়োজন দেখানো হয়। সে সভায় উপাধ্যক্ষ জহির আহমদ জেহাদী পরিচালনা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একটি রেজ্যুলেশন পাস করা হয়। কিন্তু সব ঘটনা সম্পূর্ণ মিথ্যা। ওই রেজ্যুলেশনের ভিত্তিতে জহির আহমদ জেহাদীকে মাদ্রাসায় পাঠদানসহ সম্পূর্ণ কার্যক্রমে বাধা প্রদান করেন তৎকালীন অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী ও তার আজ্ঞাবহ কয়েকজন শিক্ষক। তবে মাদ্রাসার তৎকালীন সভাপতি মুজিবুর রহমান তৎসময়ে জহির আহমদ জেহাদীর কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি বলে প্রত্যয়নপত্র দেন। এই প্রেক্ষিতে ২০২৩ সালে অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী, তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নূরুল আবছার, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমান উল্লাহ ও সহকারী শিক্ষিকা আশরাফুন্নেছাসহ আরো ৪/৫জনের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী উপাধ্যক্ষ জহির আহমদ জেহাদী। এই নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একাধিক তদন্তও করা হয়। সর্বোতভাবে তদন্ত করে উপাধ্যক্ষ জহির আহমদ জেহাদীর পদত্যাগপত্র ভুয়া ও জালিয়াতি বলে আদালতের প্রতিবেদন দাখিল করেন পুলিশের তদন্ত কর্মকর্তা।
এই প্রতিবেদনের প্রেক্ষিতে আদালত সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরীসহ আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মগোপন করে। আত্মগোপনে থাকায় একাধিক অভিযান চালিয়েও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশেষে কৌশলে অভিযান চালিয়ে প্রধান আসামী সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান বলেন, ‘আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ভিত্তিতে ফরিদ আহমদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।’
মন্তব্য করুন