কক্সবাজার সরকারি কলেজে বসন্ত বরণের আয়োজন করতে যাচ্ছে দেশের বৃহত্তম গণ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উদীচী কক্সবাজার সরকারি কলেজ শাখার আয়োজনে বসন্ত উৎসব শুরু হবে।
সংগঠনটির কক্সবাজার সরকারি কলেজ শাখার আহবায়ক মো. তায়েফ বলেন, ২৪ এর অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশে এ বসন্ত আমাদের ঐক্যের সুর নির্মাণের বার্তা দিচ্ছে। সেই বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।
সদস্য সচিব তানভীর কাসেম অনিক জানান, প্রকৃতিতে বসন্তের আগমনে আমরা বসন্ত উৎসব আয়োজন করতে যাচ্ছি। গান, নৃত্য, কবিতা আবৃত্তিতে মুখরিত হয়ে উঠবে কলেজ ক্যাম্পাস।
ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলকে বসন্তের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি।
মন্তব্য করুন