১৫ ফেব্রুয়ারি(শনিবার) বিকেলে এমএসআই পরিচালিত চকরিয়া রামপুর দারুল হিকমাহ মাঠে কক্সবাজার জেলাসহ খাগড়াছড়ি, রাঙ্গামাটি,বান্দরবানসহ আশপাশের উপজেলায় প্রায় ১৯০ জন শিক্ষার্থীদের হাতে ক্রেচ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
দারুল হিকমাহ পরিচালনায় বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করেন মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও সংস্থা
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়া লেখাটা যদি করতে পারো তাহলে কাল তোমরাও এই অতিথির আসনে বসতে পারবে —
এর আগে দারুল হিকমাহ একাডেমি ঘুরে দেখেন অতিথিরা।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমএসআই এনজিওর প্রধান নির্বাহী জুবায়ের ও আইডিআরএফ এর প্রোগ্রাম অফিসার – সাজমা সাইরা নাফিজসহ বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠান শুরুর আগে বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুপুর খাবার বিতরণ করা হয় — এরপর একে একে বৃত্তি পাওয়া সকলের হাতে ক্রেস্ট ও সনদ নগদ অর্থ তুলে দেন অতিথিরা –
এমএসআই দীর্ঘদিন ধরে দেশের নানা প্রান্তে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে আসছে তা ছাড়া প্রত্যন্ত এলাকায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে এই এনজিও
আগামীতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য নতুন প্রকল্প নিয়ে কাজ করার কথা জানান প্রধান নির্বাহী মোহাম্মদ জুবায়ের —
মন্তব্য করুন