র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার টেকনাফ থানাধীন হ্নীলা এলাকা হতে একজন মাদক কারবারী ইয়াবা নিয়ে একটি মোটর সাইকেল যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াবাজার এলাকায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশীকালে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল আরোহী’কে থামার জন্য সংকেত দিলে সে সংকেত অমান্য করে পলায়নের চেষ্টা করলে র্যাবের আভিযানিক দল মোটর সাইকেলটি সহ তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার হেফাজত হতে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- মোহাম্মদ আলা উদ্দীন (২৫), পিতা-আব্দুল খালেক, মাতা-কহিনুর আক্তার, সাং-গৌজঘোনা, থাইংখালী, ০৪নং
ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছে এবং সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে মাদকদ্রব্য ইয়াবা বিভিন্ন পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে মর্মে জানায়। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
মন্তব্য করুন