৮ ফেব্রুয়ারি কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনের প্রস্তুতি বৈঠক ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামসহ কর্মপরিষদ সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি আমীরে জামায়াতের সফর সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ৮ ফেব্রুয়ারি কর্মী সম্মেলন কে জনসমুদ্রে পরিণত করে সুশৃঙ্খল ও শান্তি পূর্ণ সম্মেলন উপহার দেওয়ার জন্য প্রধান অতিথি সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য করুন