অদ্য ৪টা ফেব্রুয়ারী ২০২৫ইং বিভিন্ন দৈনিক ও টিভি নিউজে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে কক্সএ্যাড ও ফাহিম এ্যাড এর মালিক আবছার, হারুন ও জাহেদ এর বিরুদ্বে ভাংচুর ও চাঁদাবাজির যে অভিযোগ করেছে তাসম্পূর্ণ ভুয়া, উদ্ব্যেশ্য প্রণোদিত, মানহানিকর ভিত্তিহীন ও হয়রানিমূলক।আমরা উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ নিম্নে প্রকৃত ঘটনা উল্লেখ্য পূর্বক উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।প্রকৃত ঘটনা: কক্স এ্যাড ও ফাহিম এ্যাড কক্সবাজার তথা সমগ্র বাংলাদেশের একটি সুনামধন্য বিজ্ঞাপনি সংস্থা। দীর্ঘ ২৫বছর যাবৎ উক্ত প্রতিষ্ঠানদ্বয় সুনামের সাথে সরকারী বিধিবিধান মান্যকরিয়া বিজ্ঞাপন ব্যবসা পরিচালনা করে আসছে।বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে তৎকালীন শিক্ষা মন্ত্রী নওফেল এর আত্মীয় পরিচয় দিয়ে কর্পোরেট এরমালিক আনোয়ার হোসেন সাবেক পৌর মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মুজিবুররহমান,সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সেতু, মুজিব চেয়ারম্যান এর পিএস খ্যাত শ্রমীক লীগনেতা রানাসহ একটি বিশালসিন্ডিকেট তৈরি করে আমাদের বৈধ বিজ্ঞাপনী ব্যবসা থেকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সাবেক পৌর মেয়র শপথগ্রহনের এক মাসের মধ্যে কক্সবাজার পৌর এলাকায় ভাস্কর্য, ফুয়ারা, মৌরাল, যাত্রীছাউনি ও বিভিন্ন কার্যক্রম করার জন্য একটিচুক্তি সম্পাদন করে। আনোয়ার সংবাদ পত্রে উল্ল্যেখ করেছে বীচ ম্যানেজম্যান্ট কমিটি থেকে অনুমতি গ্রহন করেছে যাসম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।চুক্তি সম্পাদিত হওয়ার পর হতে ঐ সিন্ডিকেট অবিরত ভাবে আমাদেরকে উৎখাত করার জন্য হুমকি প্রদান করতে থাকে।এক পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানদ্বয়ের নামে অনুমোদিত কক্সবাজার বাসটার্মিনাল ব্রান্ডিং এবং কলাতলী,সুগন্ধা সীগাল ওসাংস্কৃতিক কেন্দ্রে রোডে আমাদের স্থাপিত বিবিধ বিজ্ঞাপনী বিলবোর্ড রাতারাতি দখল করে নেয়। আমরা আওয়ামীলীগসরকারের আমলে বিরোধী রাজনৈতিক মতাদর্শের হওয়ায় বিভিন্ন প্রকার জোর জুলুম হয়রানির শিকার হই। যার কারন বশতবিগত সরকারের আমলে এই ‘কর্পোরেট” এর মালিক দুষ্কৃতকারী আনোয়ারের মাধ্যমে আমরা প্রায় কয়েক কোটি টাকারআর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হই ।উল্লেখ্য যে,পৌরসভার ১২টি ওয়ার্ডে সৌন্দর্য বর্ধনের জন্য কর্পোরেট নামক প্রতিষ্ঠানটি অবৈধভাবে অনুমতি প্রাপ্ত হলেওঅদ্যবদি কোন ওয়ার্ডে কোন প্রকার সৌন্দর্য বর্ধনের কাজ করেনি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ লোভী আনোয়ার আমাদেরপ্রতিষ্ঠানের নামে বৈধ অনুমোদিত স্থাপনার উপর ফ্যাসিবাদী সরকারের অবৈধ ক্ষমতার দাপনে তার বিজ্ঞাপন ও আওয়ামীসরকারের বিবিধ প্রচারনায় লিপ্ত থাকে। এই আনোয়ার বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধি মতাদর্শের রাজনৈতিককর্মসূচী ভুন্ডুল করার জন্য সাবেক শিক্ষা মন্ত্রী নওফেল ও সাবেক মেয়র মুজিবুর রহমানের অর্থ যোগানদাতা হিসেবেসুপরিচিত ছিল এবং এই বিচক্ষণ কৌশলী দুষ্কৃতিকারী সুবিধাভোগী আনোয়ার মুজিব চেয়াম্যানের বাসায় স্থায়ীভাবে বসবাসকরতেন এবং সাবেক মেয়রকে মামা হিসাবে পরিচয় দিতেন ও প্রায় সময় তাহাকে মেয়রের গাড়িতে একসাথে দেখা যেত।সে ছিল বিগত আওয়ামী আমলের ঠান্ডা মাথার একজন দুষ্কৃতকারী সুবিধাভোগী। তার বিরুদ্ধ্যে মানহানী ও সম্পদ নষ্ঠ করাসহ যথাযত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন