রামুর পূর্ব জুমছড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২য় তম তাফসিরুল কোরান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় পূর্ব জুমছড়ি তাফসীর ময়দানে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য প্রার্থী ও সদর জামায়াত ইসলামীর নেতা শহীদুল আলম বাহাদুর। উপস্থিত মুসল্লিদের উদ্দ্যেশ্যে তিনি বলেন- সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামের কোনো বিকল্প নেই। অতএব ধর্ম বর্ণ নির্বেশেষে আমাদের সকলের উচিত ইসলামী অনুশাসন মেনে চলা।
প্রধান বক্তার বক্তব্যে বিশিষ্ট মুফাস্সিরে কোরান হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানী বলেন- ইমান আমলের চর্চা মানব সমাজকে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব বৃদ্ধি করে এবং মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের সুযোগ করে দেয়। কাজেই মুসলিমদের ইমান আমলের সাথে সাথে সহিহ আক্বিদা লালন করতে হবে।
মাওলানা সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাফসীরুল কোরান মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়ার বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজী ইসলামের পুত্র শাহীনুর রহমান শাহীন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন মাওলানা আব্দুল জব্বার আল মামুন, মাওলানা রফিকুল ইসলাম আজাদী এবং মাওলানা আব্দুল মোমেন আল আজাদ।
উক্ত তাফসীরুল কোরান মাহফিলে সহস্রাধিক মুসল্লির পাশাপাশি পর্দার আড়ালে বিশেষ ব্যবস্থায় অসংখ্য মা বোনদের ওয়াজেনদের আলোচনা শোনার সুযোগ হয়েছে। পরিশেষে মাহফিলে উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রত্যাশী মুসল্লিদের মোবারকবাদ জানিয়েছেন মাহফিলের আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
মন্তব্য করুন